প্রাকৃতিক পরিবেশ কারো একচ্ছত্র সম্পত্তি নয় যে, কোন একটি দেশ বা সংস্থা পরিবেশের নিয়ন্ত্রণ সারা পৃথিবীকে দূষন থেকে মুক্ত করবে।
বিশ্ব পরিবেশ দিবস 1972 সালে জাতিসংঘ কর্তৃক স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্টে (5-16 জুন 1972) প্রতিষ্ঠিত হয়েছিল।
“Only One Earth"- স্লোগানের মাধ্যমে "প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন" তথা “Living Sustainably in Harmony with Nature” এর উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে।
স্টকহোম জাতিসংঘের বার্ষিকী(১৯৭২) সম্মেলনের স্লোগান ছিল "শুধু এক পৃথিবী"- Only One Eartth. সেই সম্মেলনের সাথে সামঞ্জস্য রেখে ২০২২এর থিম।
Only One Earth- Hosted by Sweden। সুইডেন সরকার UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) এর সাথে অংশীদারিত্বে বিশ্ব পরিবেশ দিবস 2022 হোস্ট করবে।
সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের অর্থ প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক উন্নত করা, এর মূল্য বোঝা এবং সেই মূল্যকে সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রবিন্দুতে রাখা।
বিশ্ব কোভিড-১৯ মহামারীতে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। কিন্তু 2022 সালে, আশা করা হচ্ছে- জলবায়ু পরিবর্তন, প্রকৃতির ক্ষতি এবং দূষণের সংকট মোকাবেলা অনেকটা সহজ হবে।
পৃথিবীর সঙ্কট এমন স্থানে এসে পৌঁছেছে যে, কোনো এক বছর এক প্রচেষ্টায় এক কর্মসূচীতে পরিবেশ রক্ষা সম্ভব নয়। তাই প্রতি বছরই ন্তূন নতুন কর্মসূচী ও নতুন নতুন থিম।
Ecosystem Restoration বাস্তুতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা. হোস্ট দেশ ছিল পাকিস্তান। বাস্তুতন্ত্রের বিঘ্নিত কার্যপ্রণালী পুনরায় প্রতিষ্ঠিত করাই ছিল গত বছরের সংকল্প।
১. যতটা পারা যায় প্লাস্টিক ব্যবহার না করা, ২. অযথা গাছ না কাটা, বাড়ীতে অন্তত ছোটো ছো্টো গাছ লাগানো, ৩. ব্যক্তিগত জীবনে ইলেক্ট্রিক গাড়ী ব্যবহার করুন এবং আরো অনেক কিছু...