যদি এমন হয় আপনাকে কোন আয়কর না দিতেই হলো না, কেমন হবে?
নিশ্চয় আপনার আনন্দ হবে। কেননা আপনি সেই ২% জনগণের মধ্যে পড়ছেন, যারা income tax দেন।
বিভিন্ন ধরণের Taxএর মধ্যে প্রধান দুটি ভাগ হল- Direct ও Indirect Tax.
একজন গরীব দিনমজুরও সরকারের কোষাগারে tax দেন। সাধারণ গরীব মানুষও GST, VAT, Excise dut1y-এর মাধ্যমে।
এখন প্রশ্ন ইনকাম ট্যাক্স তুলে দিলে ভারতের পক্ষে তা কেমন হবে? তা কি সত্যি জনসাধারণের পক্ষে হিতকর হবে।
প্রতিটি ব্যক্তি ইনকাম ট্যাক্স জমা দিচ্ছেন, তা দিয়ে তারা অন্য ধরনের খরচা করতে পারবেন। এতেও সরকারের পক্ষে সেই দ্রব্যাদি অথবা সেবার উপর থেকে কর আদায় করতে পারবে।
যে সমস্ত ব্যক্তি ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য জন্য কালোটাকা হিসেবে বিভিন্ন অর্থ বিভিন্নভাবে, বিভিন্ন স্থানে আবদ্ধ করে রাখেন, লুকোনো পদ্ধতিতে ব্ল্যাকমানি লুকিয়ে রাখবেন না।
ইনকাম ট্যাক্স সংগ্ৰহ করার জন্য সরকার যে সমস্ত অর্গানাইজেশন, ব্যবস্থাপনা ব্যবহার করছেন তার জন্য টাকা খরচা করার কোনো প্রয়োজন হবে না।
জিনিসপত্রের এবং সেবার মূল্য বৃদ্ধি পাবে, সে ক্ষেত্রে একজন গরিবের পক্ষে সে দ্রব্য বা সেবা নেওয়া সাংঘাতিক ভাবে দুরূহ কাজ হতে পারে।
জিএসটি বৃদ্ধির উল্টো ঘটনা., অর্থাৎ মূল্য বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে পারে। যেমন- পেট্রোপণ্যের উপর জিএসটি চালু হলে পেট্রোপণ্যের মূল্য কমে যাবে।
ইনকাম ট্যাক্স থেকে অব্যাহতি পাওয়ার এক উপায় হতে পারে Inheritance tax.