Biswa Poribesh Dibosh Kobe অসচেতন অবিবেচক মানুষই ঘাতক

বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়(Biswa Poribesh Dibosh Kobe): আমরা বিশ্ব পরিবেশ দিবস 2024 এ এসে পৌছালাম। কি পরিবর্তন হলো গত পরিবেশ দিবস গুলির অঙ্গীকারে? ভারত থেকে শুরু করে সারা পৃথিবী অন্যান্য দেশ গুলি, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নানান আইন প্রণয়ন হচ্ছে।

দেশে ও আন্তর্জাতিক মহলে বিভিন্ন সম্মেলন হচ্ছে। আইন ও সচেতনতা বৃদ্ধির নানান পরিকল্পনা শিবিরের চলছে। কিন্তু আমরা জ্ঞান পাপী। চোখ থাকতেও অন্ধ। প্রকৃত অন্ধ হয়ে যাবার পর কি হবে সে প্রশ্নের উত্তর জানা নেই। 

Biswa Poribesh Dibosh Kobe | বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়: 

সারা বিশ্ব জুড়ে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস ঘটা করে পালিত হয়। 1972 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের ধারাবাহিকতা চলে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশ বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজক দেশ হিসাবে দায়িত্ব নিয়ে এসেছে। শ্লোগান ওঠে ‘গাছ লাগাও, প্রাণ বাঁচাও।’ জল অপচয় বন্ধ কর, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ রোধ করার জন্য আজ থেকে আগামীর সংকল্প শুরু হোক ইত্যাদি ইত্যাদি। 

কিন্তু তবুও যার অঙ্গীকারে আগামী পথচলা সেগুলো প্রতিরোধ তো দূর, বরং দিন দিন বেড়েই চলেছে ষ। কিভাবে বৃদ্ধি পাচ্ছে তা উদাহরণসহ নিচে বলা হচ্ছে। তবে তার আগে এ বছর অর্থাৎ World environment day 2024 বা বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর থিম সম্পর্কে একটু বলে নেওয়া যাক। 

বিশ্ব পরিবেশ দিবস 2024 থিম:

United Nations Environment Program World Environment Day 2024-এর theme রেখেছে- Land Restoration, Desertification and Drought Resilience(ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা)।

Biswa Poribesh Dibosh Kobe

Host Country- এবারের আয়োজক দেশ হলো দ্যা কিংডম অফ সৌদি আরবিয়া। গত বছর অর্থাৎ পরিবেশ দিবস- ২০২৩ এর থিম ছিল- Solutions to plastic pollution(প্লাস্টিক দূষণের সমাধান)। তার আগে বিশ্ব পরিবেশ দিবস- ২০২২ এর থিম ছিল- ‘ওয়ান ওয়ার্ল্ড’, ‘একটাই পৃথিবী।’

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর থিমের তাৎপর্য:

শুধু বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর থিমের তাৎপর্যই নয়, জানতে হবে প্রতি বছর unep যে থিমগুলি বিবেচনা করে তারও তাৎপর্য। এক এক বছরের থিম তৈরি হয় এবং তা দীর্ঘ বছরের পরিকল্পনায় চলতে থাকে। যেমন ধরুন 2021 সাল থেকে যে পরিকল্পনা চলছে তা হল-   UN Decade on Ecosystem Restoration। এটি 2021 সাল থেকে 2023 সালের পরিকল্পনা। আপনার অবশ্যই UNEP বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর থিমের তাৎপর্য সম্পর্কে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

বিশ্ব পরিবেশ দিবস বক্তব্য:

কিন্তু বিশ্ব পরিবেশ দিবস বক্তব্য কি কেবল unep বা সরকার বা দেশ বা প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আমাদের বক্তব্য হল এত আইন এত সচেতনতা শিবির করার সত্ত্বেও পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে। যে যে ক্ষেত্রগুলিতে এই শ্রীবৃদ্ধি সেগুলোর উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টি আরো পরিষ্কার হবে।

শব্দ তান্ডব: 

শব্দের কাঙ্ক্ষিত কম্পাঙ্ক মাত্র ৬০ ডিসিবেল। সাধারণ মানুষ ৬০ ডেসিমেলের বেশি মাত্রায় শব্দ শুনলে কানের সমস্যা থেকে শুরু করে ব্রেন এবং হার্টের সমস্যা হতে পারে। এ সমস্যা সাধারণ মানুষের ক্ষেত্রেও ঘটতে পারে। তবে যারা ইতিমধ্যেই কিছু না কিছু সমস্যায় ভুগছেন তাদের সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচুর। 

তা সত্বেও শব্দদূষণ রোধ হচ্ছে কি? শব্দের কম্পাঙ্ক মাত্রা বেঁধে দেওয়ার আইন থাকা সত্ত্বেও সরকারিভাবে বা সাধারণ মানুষের পক্ষ থেকেও বন্ধ করা হচ্ছে না কেন? যেমন ধরুন-

মোটরসাইকেলের ক্ষেত্রে-

এখন বিশেষ ধরনের বাইক বেরিয়েছে যাদের সাইলেন্সার নেই বা সাইলেন্সার থাকা সত্ত্বেও ব্যবহারকারীরা তা খুলে দিয়ে বাইক চালাচ্ছেন। এবং অতি দ্রুত গতিতে পাড়া, মহল্লা, রাস্তার আশেপাশের মানুষের কান মাথা সহ বাড়িঘর পর্যন্ত হরহরি কম্পমান। ট্রাফিক পুলিশ আছে, আইন আছে কোন পদক্ষেপ নেই। 

অন্যদিকে যে কারখানায় বাইক তৈরি হচ্ছে সেখানে কি কোনো নির্দেশনা নেই? কোন ডেসিবেলে শব্দ মাত্রা বেঁধে রাখার জন্য কেমন ধরনের টেকনোলজি ব্যবহার করা হবে। এত শব্দযুক্ত বাইক আগে তো ছিল না। এত আইন, সচেতনতা প্রচার করার সত্ত্বেও দূষণ দূর হওয়া তো পরের কথা বরং তা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। 

আর বাইক আরোহী বা চালকে সাধারণ মানুষ যদি কিছু বলে বা প্রতিবাদ করে, তাহলে তো খুন পর্যন্ত হতে হয়। যেমন কয়েকদিন আগেই হাওড়াযর উলুবেরিয়ায় বাইকের শব্দের জন্য প্রতিবাদ করায় একজন খুন হলেন। 

ডিজে বক্স: 

বলুন তো বছর ১০ আগেও কি সাউন্ড বক্সের এত মাত্রাতিরিক্ত শব্দ ছিল? হয়তো ছিল। সেটা শহর ঘেসা বা মফস্বল পর্যন্ত সীমিত ছিল। বর্তমানে শহর গ্রাম বলে আলাদা কিছু নয়, সমস্ত স্থানেই শুরু হয়েছে ডিজে বক্সের দানবীয় দাপট। 

কোন অনুষ্ঠানকে বাদ দেবেন? রাজনৈতিক মিটিং থেকে শুরু করে পূজো পার্বণ, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, এমনকি শ্রাদ্ধানুষ্ঠান ও মৃতের বাৎসরিক অনুষ্ঠানেও ডিজে বক্সের অবৈজ্ঞানিক অসাময়িক আওয়াজকে সুস্থ মানুষের শ্রাদ্ধানুষ্ঠান করে ছাড়ছে। 

আমার বলার অর্থ এই নয় যে আনন্দ উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া উচিত। বলতে চাইছি শব্দ কম্পাঙ্কের সীমাবদ্ধতা। অনুষ্ঠান মঞ্চের পাশেই তো কোন হার্টের রোগী থাকতে পারেন, কোন পরীক্ষার্থীর সামনেই পরীক্ষা থাকতে পারে। 

সরস্বতী পূজোর সময় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থানায় জানিয়েছিল সরস্বতী পুজো কমিটি যাতে ডিজে বক্স বাজানো বন্ধ রাখে। তাতে ওই পরীক্ষার্থীর উপর কমিটির পক্ষ থেকে থ্রেট এসেছিল। বেচারীর পরীক্ষাগুলো খারাপ তো হলোই, সে মানসিক রোগীতে পরিণত হলো। এর দায় কে নেবে? জানা নেই। পুজো কমিটিতে যে রাজনৈতিক নেতাদের হাত আছে। তাছাড়া কমিটির মধ্যে অনেকই ক্যাডার আছে। তা সে যে কোন রাজনৈতিক দলেরই হতে পারে। বিশেষত যে রাজনৈতিক দলের যে এলাকায় দাপট বেশি। 

আইন বা প্রশাসন কি করছে? যে কারখানায় ডিজে বক্স বা এমপ্লিফায়ার তৈরি হচ্ছে, সেগুলি কে বন্ধ করা বা কি ধরনের, কোন আইসি ব্যবহার করলে শব্দ নিয়ন্ত্রণে থাকবে তার কি কোন আইন নেই? কারখানাতে যদি এগুলো বন্ধ করা যায় তাহলে তো সবকিছুই নিয়ন্ত্রণে চলে আসে। 

বাজিপটকা:

রাজ্য দেশে বাজি পটকা নিয়ে আইন রয়েছে। কিন্তু এখানেও চলছে আইনকে বুড়ো আঙ্গুল দেখানোর কান্ড কারখানা। কারখানায় পটকা তৈরি হচ্ছে ব্যবহারও হচ্ছ। পটকা কারখানায় আগুন লাগছে। দেখা যাচ্ছে বাজিপটকার পেছনে তৈরি হচ্ছে বোমা। পুলিশ প্রশাসন তখন নড়েচড়ে বসছে মিডিয়াতে খবর প্রচারিত হওয়ার পর। তার আগে মাসোয়ারা পৌঁছে যায় যথা সময়। যে প্রতিবাদ করে তার মুখ বন্ধ হয় নানান পদ্ধতিতে। পুজো পার্বণে, বাজি পটকা ফাটার কোন নিয়ন্ত্রণ নেই। শব্দ মাত্রারও সীমাবদ্ধতা অনেক আগেই নিঃশেষিত। 

বায়ু দূষণ: 

বায়ু দূষণ রোধে দেশের আইন তো আছেই, আন্তর্জাতিক আইনেরও কমতি নেই। যানবাহন থেকে শুরু করে কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণে কাটালিটিক কনভার্টার, ইউস্ট্যাটিক প্রেসিপিটেটার ব্যবহারের বাধ্যতামূলক আইন ও নীতি রয়েছে। গাড়ির নিয়মিত পিউসি করাতে হয়। এর বাইরেও নিচের উদাহরণ গুলি দেখুন আমরা কিভাবে নিজের বুকে কেমন ছুরি মারছি।

নছিমন গাড়ি:

লছিমনের নাম শুনেছেন? আরে যাকে আমরা চাইনা ভ্যান বা ভ্যানো বলি। এর ইঞ্জিনের অবস্থা অবশ্যই জানেন। দুভাবে ইঞ্জিন তৈরি হয়। ১-  জলপাম্পের মেশিন দ্বারা ও ২ লরির কাটা ইঞ্জিন দ্বারা।

  • জল পাম্পের মেশিন দ্বারা: 

এই মেশিন গুলি কেরোসিনে চলে। ধোঁয়া বেরোনোর কোন নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতা নেই। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার-ডাইঅক্সাইড কি যে বের হয় না, বলা মুশকিল। রাস্তা দিয়ে গেলে কালো ধোঁয়ায় রাস্তা ঢেকে যায়। বহাল তবিয়তে চলছে। বায়ু দূষণ হচ্ছে না? 

  • লরির কাটা ইঞ্জিন: 
Biswa Poribesh Dibosh Kobe

টাটা ৪০৭ অথবা ৬০৮ এর ইঞ্জিন, যে ইঞ্জিন লরিতে থাকাকালীন আরটিও তার ফিটনেস সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছিলেন বায়ু দূষণ হবে বলে। সেই ইঞ্জিন কিলো দরে বিক্রি হচ্ছে ভাঙাচোরা লটবহর গ্যারেজে। সেখান থেকে আবার সেই ইঞ্জিন কেউ কেউ কিনে আনছেন। দেখেবেন বিভিন্ন জায়গায় রাস্তার ধারে অনেক ছোট ছোট কারখানা গজিয়ে উঠেছে, যারা ওই কাটাই বা বাতিল হওয়া ইঞ্জিন থেকে পুনরায় গাড়ি বানাচ্ছে এবং রাস্তায় চলছে মাল বহন যান হিসেবে‌। এদের না আছে বৈধ কোন কাগজপত্র না আছে পিইউসি। 

আর আপনার গাড়ির পিইউসি যদি না থাকে, ব্লু বুক যদি না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনার কি অবস্থা হয়? আপনার জরিমানা হবে। তা হোক। সেটাই বাঞ্ছনীয়। আইন তাই বলছে। আইন মানা উচিত। এখন ওই সমস্ত গাড়ির নির্মাণ বা চালানোর বা নিয়ন্ত্রণের কোন আইন তৈরি হয়নি, তাই বৈধ অবৈধ প্রশ্ন আসে না। কিন্তু পরিবেশ দূষণ যদি প্রধান রূপে প্রাধান্য পায়, তাহলে আইন বা প্রশাসনের ভূমিকা কে এড়িয়ে দেওয়া চলে না। সার্বিক ক্ষতি মানুষেরই হচ্ছে। 

শুধু পরিবেশের বায়ু দূষণ নয়, ওই গাড়িগুলির দ্বারা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচুর। ভ্যানো দুর্ঘটনায় গণহারে মৃত্যুর সংখ্যাও কম নয়। খবরে প্রায়ই দেখা যায় ও শোনা যায়।

ভ্যানো গাড়ি ও কর্মসংস্থান:

আপনারা বলবেন ওই গাড়িগুলির নির্মাণের সঙ্গে এবং ব্যবহারের সঙ্গে অসংখ্য মানুষের রুজি-রুটির প্রশ্ন জড়িয়ে আছে। এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এর দায়ও সরকারকে নিতে হবে। প্রথম কথা অন্য কোন বিকল্প রাস্তা বা নিয়োগের বা রোজগারের দিশা দেখাতে সরকার ব্যর্থ হয়েছে। অপরটি হল ১০-১৫ বছর আগে প্রথম প্রথম ওই গাড়ি গুলি রাস্তায় বের হওয়ার সাথে সাথে কড়া হাতে সরকারের তা বন্ধ করা দরকার ছিল। এখানেও বিচক্ষণতার অভাব সুস্পষ্ট। 

এখনো সময় আছে। সাধারণ মানুষ ওই গাড়ি ব্যবহার বন্ধ করুন, পরিবেশবিদরা এগিয়ে আসুন, প্রশাসন সরকারকে আবেদন করে অবিলম্বে বায়ু দূষণকারী গাড়ি বন্ধ না করলে শুধু যে সাধারণ খেটে খাওয়া মানুষ, এমন কি চিনি ভ্যানো গাড়ি চালান তার ছেলে-মেয়েরাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তখন অনেক দেরি হয়ে যাবে। 

বায়ু দূষণ রোধ করার জন্য নানান টেকনোলজি আবিষ্কার ও ব্যবহার হচ্ছে- BS-II, BS-III, BS-IV ইত্যাদি। বর্তমানে BS-VI এর যুগ। আগামী দিনে আরও নানান প্রযুক্তি আসবে। কিন্তু ভ্যানোর কোন প্রযুক্তিগত উন্নতি হবে না এবং সংখ্যাও সেই হারে বৃদ্ধি পেলে পৃথিবী মৃত নগরীতে পরিণত হতে বাধ্য হবে। অন্যান্য গাড়িতে ব্যবহৃত উন্নত প্রযুক্তিও সেখানে ব্যর্থ হবে। 

মাটি দূষণ: 

মাটি দূষণের বর্তমান একমাত্র উৎস ও শত্রু হলো প্লাস্টিক এবং পলিথিন। যদিও নানান রাসায়নিক সার বা কীটনাশক ওষুধকেও বাদ দেওয়া যায় না। কিন্তু পেট্রোলিয়াম থেকে নানান উপজাতই শুধু মাটি নয়, জল দূষণের মাত্রাও ত্বরান্বিত করছে। 

প্রশাসনকে কখনো কখনো বাজারে প্লাস্টিক বা পলিথিন মুক্ত অভিযানে নামতে দেখা যায়। প্রচার চলে। প্লাস্টিক পলিসি উদ্ধার হয়। কিছুদিন ব্যবহার বন্ধ থাকে। দিন কয়েক পর আবারও যথাসময়ে স্বমহিমায় হাজির হয় প্লাস্টিক এবং পলিথিন, সাদাকালো নানান বর্ণে। 

paribesh dibosh

হাটে বাজারে কিছু নিরীহ ব্যবহারকারীকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু যে কারখানায় প্লাস্টিক পলিথিন তৈরি হচ্ছে সেগুলো বন্ধ করে দিলেই তো ল্যাঠা চুকে যায়। তৈরি না হলে ব্যবহার বন্ধ। সহজ সরল নিয়মকে এত কঠিন করে সাধারণের মধ্যে আতঙ্ক এবং তাদের দোষারোপ করে কিছু লাভ তো হয় না, বরং দূষণের মাত্রা ও অপরাধ মনষ্কতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। লুকিয়ে ব্যবহারকে তো আইনের ভাষায় বেআইনি বলা হয়। তাই নয় কি? 

জল অপচয়:

পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভূগর্ভস্থ জলের পরিমাণও কমছে। আপনারা বলবেন বৃষ্টি হলে ভূগর্ভের জলের ভান্ডার পূর্ণ হয়ে যাবে। অথবা এ প্রশ্ন আসা স্বাভাবিক পৃথিবীর মোট জলের পরিমাণ তো একই থাকবে কমবে না।

দ্বিতীয় প্রশ্নের উত্তর- হ্যাঁ পৃথিবীর মোট জলের পরিমাণ একই থাকবে। কিন্তু প্রশ্ন হল মানুষের ব্যবহারযোগ্য পানীয় জলের পরিমাণ খুবই সামান্য, যা কেবল ভূগর্ভের মধ্যেই রয়েছে। 

এবার প্রথম প্রশ্ন উত্তর হল- ভূগর্ভের জল আমরা ব্যবহারের সাথে সাথে বেশিরভাগ জল বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। সে মেঘ কোথায় বৃষ্টি হয়ে ঝরবে বলা মুশকিল। আপনার এলাকাতে বৃষ্টি নাও হতে পারে। যদি বা হয় তাহলে ওটা ভূগর্ভে যে পরিমাণে যাবে তা খুবই সামান্য। গড়িয়ে যাবে খাল বিল এবং তা নদী হয়ে সাগরে। 

অন্যদিকে মাটির উপর কংক্রিটের রাস্তাঘাট, উঠোন ইত্যাদি নির্মাণের জন্য মাটিতে চুইয়ে ভূগর্ভে জল যাওয়ার রাস্তা বন্ধ। তাই জলের পরিমাণ 15-20 বছরের আগে যা ছিল এখন তা অনেক কমে গেছে। আশা করি সহজ যুক্তিটুকু আর বেশি বোঝানোর প্রয়োজন নেই।। অর্থাৎ ভূগর্ভস্থ জলের বন্টনগত অসাম্য সৃষ্টি হবে। ভূগর্ভস্থ জল কোনো মনুষ্যহীন জায়গায় ভূগর্ভে পৌঁছাতে পারে অথবা সেই জল সমুদ্রে গিয়ে পড়তে পারে। 

তাছাড়াও গ্রাম শহরের বহর বৃদ্ধির সাথে সাথে উন্মুক্ত ভূ-ভাগের ক্ষেত্র কমছে। এর ফলস্বরূপ ভূগর্ভের জল জমার পরিমাণও কমছে। 

উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও পরিবেশ দূষণ ও সত্ত্বর পৃথিবী ধ্বংসের নানান কার্যকলাপ রয়েছে যা আমরা প্রতিনিয়ত করে চলেছি। 

আর এই দাবদাহে কিছু কিছু মানুষ রয়েছেন যারা অবিবেচকের মতো জল অপচয় করে চলেছেন। বিকাল বেলায় মেশিন চালিয়ে ছাদে ঘন্টার পর ঘন্টা জল দিচ্ছেন বাড়িকে ঠান্ডা করার জন্য। জানি না বাড়িটি কত ঠান্ডা হচ্ছে। তবে এটা নিশ্চিত উনি নিজে নিজের সন্তান সন্ততি সহ পাড়া প্রতিবেশীর ভবিষ্যৎ প্রজন্মকে তৃষ্ণায় মরণের দিকে ঠেলছেন। আগামী ১০-১২ বছরের মধ্যে এর ফলাফল অবশ্যই দেখতে পাবেন। জল অপচয় রোধ করার উপায় সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

নিচের প্রতিবেদনটি অবশ্যই দেখুন

Poribesh Dibosh 2024- এ পরিবেশ রক্ষায় অঙ্গীকার:

বিশ্ব পরিবেশ দিবস কেন পালন করা হয়, বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন অনুচ্ছেদ রচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের সজাগ করার প্রয়াস চলছে। বিশ্ব উষ্ণায়ন উক্তি নিয়েও অনেক মিছিল বের হয় অথবা বিশ্ব পরিবেশ দিবস বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নানান আইন প্রণয়ন হয়েছে।

কিন্তু আইন প্রণয়নে কতটা লাভ হয়? কেননা আইন প্রণয়ন করে তাকে চালু করা এবং তার মনিটরিং না হলে সেই আইনের মর্যাদা থাকেনা। কেউ আইন ভাঙবেন‌। আপনি প্রতিবাদ করবেন। প্রশাসনে অভিযোগ  নিয়ে যাবেন। উল্টে আপনাকে হারাস হতে হবে। এ আমার অভিজ্ঞতা। আইন ভাঙলে প্রশাসন প্রতিটি মানুষের উপর নজর রেখে স্বেচ্ছায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে- এ হতেই পারে না।। 

হ্যাঁ তবে এটা হবে- আগামী 40 50 বছর পর যখন সবকিছুই হাতের বাইরে চলে যাব, তখন সকলের চৈতন্য হবে। একমাত্র রাস্তা হচ্ছে সচেতনতা। আর মানুষ সচেতন তখনই হয়, যখন সে যে ভুল কাজ করছে তার ফলটা সঙ্গে সঙ্গে সে পায়। তাছাড়া আপনি আমি তাকে সচেতন করলে অথবা আইন প্রণয়ন এবং প্রশাসন কেউ কিছু করতে পারবে না। 

পরিবেশ দিবসে আমরা কি করব?

বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়(Biswa Poribesh Dibosh Kobe) এটা বড় কথা নয়। আত্ম সচেতনতাই হল নৈমিত্তিক পরিবেশ দিবস(Poribesh Dibosh) পালনের প্রথম ধাপ। প্রত্যেক মানুষকে যেটা করা দরকার, তাহল-

  • শখের বাগান না করে বড় বড় গাছ লাগানো। রাস্তার ধারে আঁকা জায়গায়।
  • ভ্যানো ব্যবহার বন্ধ করা।
  • ডিজে বক্স বাজানো বন্ধ করা।
  • প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধ করা।
  • প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার অর্থাৎ জল অপচয় বন্ধ করা। পানীয় জল তো অন্য কাজে ব্যবহার করা যাবে না।
  • গ্রীষ্মকালে কংক্রিটের বাড়ি তৈরি প্রশাসনের পক্ষ থেকে কড়া হাতে বন্ধ করা জরুরী। অথবা এই কাজের জন্য জলের বিকল্প উৎস বের করা প্রয়োজন। যেমন আগে থেকে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা।
  • তাছাড়া বৃষ্টির জল সংরক্ষণ এবং ভূগর্ভে জল জমার জন্য কংক্রিটের মাঝে মাঝে চৌকো ফাঁকা জায়গা ঠিক করা এবং গর্ত করে রেখে সোকপিট করে কিছুটা হলেও ভূগর্ভের জল ভরাট করা যেতে পারে। 

এর বাইরেও আপনাদের জানা কিছু পদ্ধতি থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। ধন্যবাদ।

Help Your Family and Friends:

Leave a Comment