সুচেতনায় সমৃদ্ধ হোক সমাজের শ্যামলিমা মনন
এসো হাতে হাত রেখে চলি, ভরসায় ভাসি, পাশাপাশি। অমানিশা অবসানে, উৎসারিত ম্লান আভায় জেগে উঠি, আনন্দ, বিষাদে মুখোমুখি।
আমার পরিচয়
নমস্কার, আমি পাবনী মেহতরী(Pabani Mehatory), Bongobodh.com ব্লগ সাইটটি খুলেছি, বীরভূম জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের একজন ভারতীয়। লেখা-পড়ার ভালোবাসার হাত ধরে আজ ব্লগ পরিষেবার অন্দরমহলে দাঁড়িয়েছি।
ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার অঙ্গীকারে সকলের সমর্থনের আশায় আমরা দু’জনে শুরু করেছি ‘বঙ্গবোধ’ বাংলা ব্লগ সাইটটি। ভালোর পাশে যে কাল, সে কালো আলোচনাও আমাদের দৃষ্টি এড়িয়ে যাবে না আশা করি। কালোর কুহক ছটায় আলোর আকর্ষণ আর তার আগমনে যে পরম তৃপ্তি তা আপনাদের সঙ্গে ভাগ করব এক মুঠো দৃঢ় বন্ধনে। আমরা কী এবং কেন জানার জন্য নিচের বাটনে ক্লিক করুন।
প্রধান বিভাগ
শিক্ষা
শিক্ষা প্রাতিষ্ঠানিক কিংবা দু’পাশ থেকে আহরিত অভিজ্ঞতা, যায় হোক না কেন, মূল্যবান সম্পদের সবকিছুই যুক্ত হোক আমাদের চেতনায়। পারস্পরিক সম্পর্ক দৃঢ় ও সুমধুর করার বার্তায় আসুন একসাথে পথ চলি।
কর্মনিযুক্তি
এই বিভাগটি বেকার যুবক-যুবতীদের কর্মহীনতার পাশাপাশি অন্যান্য ব্যক্তিদেরও কর্মজীবনের উত্কর্ষতার দিক নির্দেশ করে। মহিলা সহ সকল ব্যক্তি কিভাবে বাড়িতে বসে রোজগারের পথটিকে নির্বাচন করবেন তা এই বিভাগে প্রদর্শিত হবে।
সমাজ
সমাজ সমস্যা অথবা সমস্যা থেকে মুক্তির উপায় বা সমাজে আমরা কেমন আছি ভাল অথবা মন্দ তা নিয়ে এই বিশেষ বিভাগে আমাদের কিছু লেখা থাকছে। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য, মন্তব্য বক্সে জানতে ভুলবেন না।