Rising Prices of essential commodities

Rising Prices of essential commodities

যেকোন দেশের যুদ্ধের প্রভাবও সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্য বৃদ্দির উপরেও সাংঘাতিকভাবে প্রতিফলিত

মূদ্রাস্ফীতি 

মূদ্রাস্ফীতি 

2009, 2010 ও 2011 সালে 24 ক্যারেট 10 গ্রাম সোনার মূল্য ছিল যথাক্রমে 14500, 18500, 26400 টাকা। বর্তমানে ওই টাকায় কতটুকু সোনা পাওয়া যায়?

Russia Ukraine War

Russia Ukraine War

রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা পৃথিবী ব্যাপী সাংঘাতিক প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ রাশিয়ার উপর নানান নিষেধাজ্ঞা জারি করার ফলে রাশিয়ার অর্থনীতি অনেকটাই পর্যুদস্ত।

Demand | চাহিদা বৃদ্ধি

Demand | চাহিদা বৃদ্ধি

অর্থনীতির একটা সোজা নিয়ম- চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল্য বৃদ্ধি পায়। নিত্যপ্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের বাজারে প্রচুর চাহিদা রয়েছে।

Low Supply | যোগান হ্রাস

চাহিদা আছে আবার যোগানের পরিমাণ সীমিত সেক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি অবশ্যম্ভাবী।

Products Enter into the Market Indirectly | দ্রব্যের পরোক্ষভাবে বাজারে আসা-

মফস্বল শহর থেকে শুরু করে মেট্রোপলিটন সিটি প্রত্যেকটা জায়গাতেই কৃষক সরাসরি সে দ্রব্য বাজারে আনতে পারে না।

Misguidance of GST | জিএসটির ভুল ব্যাখ্যা

Misguidance of GST | জিএসটির ভুল ব্যাখ্যা

গম, চাল, নন-ব্র্যান্ডেড ময়দা, দই, মাখন, দুধ নন-ব্র্যান্ডেড মধু উপর জিএসটি নেই- 0%। এদের মূল্য কমে যাওয়ার কথা, কিন্তু তার ফলাফল আমরা দেখেছি কি?

Artificial Crisis | Non-controlled Stock | অনিয়ন্ত্রিত মজুদ | কৃত্রিম ঘাটতি-

বিভিন্ন গোপন স্থানে অসৎ মজুমদাররা দ্রব্য বন্ধ করে রাখে এবং বাজারে একটা কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে।

Corporate System

বিভিন্ন স্তরে কোম্পানিতে তার লাভের অংক বন্টন করতে হয় স্বাভাবিক ভাবেই কোন একটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে।

Advertising Cost | বিজ্ঞাপনের খরচ-

তারকাদের দ্বারা  বিজ্ঞাপন দিলে কোম্পানির প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। স্বভাবতই কোম্পানি ওই দ্রব্যটির মূল্য স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি করে।

WAR | যুদ্ধ 

যেকোন যুদ্ধই সারা পৃথিবীতে জনসমাজে মারাত্মক ক্ষতি নিয়ে আসে। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধও মুল্যবৃদ্ধির পথকে ত্বরাণ্বিত করছে।