CyberBullying
আপনি কি ইন্টারনেট, সোশাল মিডিয়ায় দিন ও রাতের অনেক সময় খরচ করেন। সাবধান!
অপরাধের ধরন পরিবর্তনের হাত ধরে সাইবার বুলিংও(Cyberbullying) বর্তমানে এক অপরাধমূলক কাজ।
Meaning of Cyberbullying
ইন্টারনেট জগতের সঙ্গে যুক্ত যেকোনো কার্যাবলী ও সংশ্লিষ্ট সবকিছুকেই বোঝায়।
বুলিং কথাটির অর্থ হলো কোন একজনকে কোনকিছুর মাধ্যমে পিছু করা। এখানে টুইটার, ফেসবুক, হোয়াটস অ্য়াপ ইত্যাদিকে বোঝায়।
সাইবার বুলিং কথাটি ইন্টারনেট সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তির ব্যক্তিগত তথ্যাদি তুলে ধরে ব্যক্তিকে বিপর্যস্ত করা।
Who are the Culprits involved in Cyberbullying
মানসিকভাবে বিপর্যস্ত, মানসিক রোগী এবং প্রতিশোধ স্পৃহায় আসক্তি ও বিশ্বাসী চেনা পরিচিত মানুষজনও থাকতে পারেন।
Objectives of Cyberbullying |
অপরাধজগতের মানুষজন অর্থ উপার্জনের রাস্তা হিসেবে এই কাজকর্মকে বেশি প্রাধান্য দেবে।
প্রেমে আঘাত | Hurt in Love
সম্পর্ক ভালো থাকা কালিন অন্তরঙ্গ তথ্যাদি অপরাধীর কাছে সঞ্চিত থাকলে, পরে তা প্রকাশ করার মানসিকতা সৃষ্টি হয়।
Victims of Cyberbullying-
সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মানুষজন, অসচেতনভাবে ব্যবহারকারী- সাইবার বুলিং এর শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
লকডাউনে সমস্ত বিদ্যালয় বন্ধ হওয়ার দরুন সোশ্যাল মিডিয়ায় পড়াশুনার কাজকর্ম চলছে। তাই সাবধান!
প্রথমেই পার্সোনাল আর প্রফেশনাল প্রোফাইল পৃথক ক্রুন। অপ্রয়োজনে কোনো সাইট, সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুলবেন না।
এখানে ক্লিক করে আরো জানুন
Ways to get rid of cyber bullying-