Is Cryptocurrency Legal in India 2022?

বেশিরভাগ ভারতীয় এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি বিষয়ে অবগত নন। 

ভারতের প্রায়  10 কোটির বেশি ক্রিপ্টো ইনভেস্টর রয়েছেন, যাদের সবসময় সরকারের ক্রিপ্টো বিষয়ক আইনকানুন নিয়ে ওয়াকিভাল থাকতে গয়।

What is Cryptocurrency?  

এটি হল ডিজিটাল কারেন্সি, যা ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে লেনদেন হয়।   কোন কেদ্রীয় সংস্থা এই কারেন্সি নিয়ন্ত্রন করে না। 

 সরকার যেমন সেই দেশের কারেন্সিকে রেগুলেট করে, ক্রিপ্টোর ক্ষেত্রে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড(Decentralized) পদ্ধতি।  

কতগুলো প্রচলিত ক্রিপ্টোকারেন্সি হল- Bitcoin, Ethereum, Litecoin, Cardano, Polkadot, Stellar ইত্যাদি। 

Cryptocurrency সমাজ-অর্থনীতিতে ভালো-মন্দ।

গভীর বিতর্ক আছে। তবে কিছু দেশ, যেমন- এল সাল্ভাদোর নিজেদের বিটকয়েন শহর হিসাবে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছে।

USA, Australiaতে লিগেল। আবার বাংলাদেশ, নাইজেরিয়া, চিন ইত্যাদি। চিন অবশ্য নিজস্ব ক্রিপ্টো তৈরি করে ফেলেছে।

চীনে বিটকয়েন নিষিদ্ধ হওয়ার কারণ-

চীনে বিটকয়েন নিষিদ্ধ হওয়ার কারণ-

যেহেতু ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ত্রালাইজড পদ্ধতি, তাই তারা চায়না তাদেরকে কেউ নিয়ন্ত্রন করুক।

ভারতের ক্ষেত্রে

আর বি আই 2018 তে ক্রিপ্টোকারেন্সি ব্যান করেছিল।  ব্যানের উপর নিষেধাজ্ঞা জারি হয়।সুপ্রিম কোর্ট বলে- ক্রিপ্টোকারেন্সি এক বিশাল ব্যবসায়িক সুযোগ।

তবে এই মুহূর্তে আরো কিছু তথ্য জানতে অবশ্যই

Cryptocurrency -র ভালোমন্দ বিভিন্ন দিক রয়েছে।