Mental Torture to a Child may cause a dangerous future of the child as well as the whole Society.
বর্তমান প্রতিযোগিতামূলক পড়াশোনা, ক্যারিয়ার এবং তাৎক্ষণিক ফল পাবার আশায় অজান্তেই শিশুর প্রতি মানসিক নির্যাতন।
মা-বাবা মানসিক চাপ স্থানান্তরিত হয়ে কেবল শিশুর উপর পড়ছে তাই নয়, বরং প্রসারিত হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তিতে।
অভিভাবকরা অজান্তেই বাচ্চাদের আবেগ, অনুভূতিতে বাচ্চার মূল্যবোধের ক্ষতি এবং মানসিক বিকাশের ওপর গভীর প্রভাব বিস্তার করে।
Must Understand Child Psychology
মা-বাবারা উদ্বিগ্ন থাকেন শিশুর শিক্ষা নিয়ে। সরকারি শিক্ষার প্রতি অনাস্থা এবং অনাস্থা থেকে উদাসীনতা মনের মধ্যে গেঁথে বসে আছে।
সন্তান লালন-পালনের তাঁদের সুশিক্ষা দেওয়ার জন্য এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে গিয়ে অভিভাবকরা নানান পন্থা অবলম্বন করে থাকেন। কিন্তু এখানেই যত গণ্ডগোল শুরু হয়।
বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলকে অনেকেই পছন্দ করেন। আর এখানেই সুশিক্ষা এবং উত্তম বিদ্যালয়ের সঙ্গে কুশিক্ষা এবং অধম বিদ্যালয় পাশাপাশি বসে থাকে।
আমাদের মনে এই এক অযৌক্তিক এবং অশিক্ষা মানসিকতার পরিচয়কেই বহন করে।
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নিচের পন্থাগুলি গ্রহণ করতে পারেন
কোন কথা বললে কে আঘাত পাবে, সেটা আমাদের সম্পূর্ণ না হলেও, সামান্যতম মনে রাখা জরুরী।
Confusion হলে মস্তিষ্কে dopamine, serotonin, oxytocin and endorphins. রাসায়নিক গুলির অসাম্য হলেই ঘটতে থাকে নানা মানসিক পরিবর্তন।
শিশু কেবল আপনার সন্তানই নয়, সে জাতীর ভবিষ্যৎ, দেশের কাণ্ডারি। অতএব তার মানসিক স্বাস্থ্যের অবনতি সারা পৃথিবীকেই অসুস্থ করে তুলবে।