Ghore Bose Kaj Kore Income করবেন কিভাবে?

আটটি অসাধারণ ভবিষ্যৎ সম্ভ্রান্ত পেশার দিশা 

ইউটিউবার

তৈরি করুন ভালো ভিডিও। আপলোড করুন ইউটিউব প্লাটফর্মে। 

ব্লগিং

আপনার লেখা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে শেয়ার না করে, শেয়ার করুন আপনার ব্লগে। সত্যি বলছি পাল্টে যাবে আপনার ভবিষ্যৎ।

ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিংয়ের কাজ চাকরিকেও টক্কর দিতে পারে। স্বাধীনভাবে যে কোন কোম্পানি সংস্থার হয়ে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। 

ফ্রিল্যান্সিংয়ের কাজ কর্ম

i লেখা, ii. টাইপ করার কাজ, ii. ওয়েব ডিজাইনিং,সফটওয়্যার ডেভেলপার গ্রাফিক্স ডিজাইনিং , iii. ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর , iv. স্ক্রিপ্ট এডিটর এবং আরো অনেক।  

অনলাইন টিচিং

অবশ্যই বলব আপনার গৃহশিক্ষকতা প্রসার প্রচার এবং সুনাম বৃদ্ধি পাবে। অজানা অচেনা ছাত্র-ছাত্রীরাও আপনার সাইট এর প্রতি আকৃষ্ট হবে। 

ই বুক রাইটিং

আপনার ডায়েরি খাতার পাতায় পড়ে আছে। নিজেই নিজের লেখা প্রকাশ খন্ড প্রকাশ করুন আপনার বই। 

ই-কমার্স স্টোর

আপনি কোন প্রোডাক্ট সেল করেন? অফলাইনে আপনার কি কোন অফলাইন স্টোর আছে।  একটি ই-কমার্স সাইট তৈরি করে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন ।

ফেসবুক পেইজ

অন্যদের পোস্ট দেখছেন, ভিডিও দেখছেন। অন্যরা অনলাইন থেকে আয করছেন। আপনিও ফেসবুক পেজ তৈরি করে ভিডিও আপলোড করুন। 

বিস্তারিত জানুন