সফল হতে চাইলে পুরো স্টোরিটি পড়ুন

হয়তো আপনার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কেউ নেই, আপনার পাশে নেই। খোঁজ নিয়ে দেখুন, প্রকৃতই আপনি সফল(Success) কি'না।

Failure is the Pillar of Success 

অসফলতায় ভেঙ্গে পড়ার আগে এই দিকগুলি সম্পর্কে জানা থাকলে অসফলতাকে গ্রহণ করতে সুবিধা হবে। অন্তত হতাশা গ্রাস করবে না। কেন?

জীবনে কত অসফলতার কাহিনী

কী করবো? সফলতার পিছনে ছুটবো? না'কি অসফলতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সফলতা অর্জন করবো। মনে রাখা উচিত অতীত শেখায়।

ছাত্র হিসেবে পরীক্ষায় পাশ না করা

কারো ভাবনা সে পাশ করলেই সফল হবে। অন্য জন্য ভাবনা ভালো মার্কস নিয়ে ভাল মাসে পাস হবে। আবার কারো ডিভিশনের দিকে নজর।

প্রতিষ্ঠালাভের ক্ষেত্রে

তবে সাফল্য(Success) এখানেই থেমে থাকে না। এর পরবর্তী ধাপ জীবনে প্রতিষ্ঠিত না হওয়া, চাকরি না পাওয়া, ব্যবসায়ে উন্নতি না করা ইত্যাদি। সবার কি একই লক্ষ্য?

আর্থিক তুলনা বন্ধ করুন  

রোজগারের দীর্ঘযাত্রার মাঝে মাঝে মাথায় টোকা মারে সে একজন অসফল মানুষ? বন্ধুরা তার তুলনায় বেশি রোজগার করে।

প্রতিবেশি আপনাকে টেক্কা দিচ্ছে?  

হয়তো প্রতিবেশী আপনাকে আরো দু ফুট পিছিয়ে দিয়েছে। আপনার মনে সারা জীবনের জন্য গেঁথে থাকবে এক অসফলতার কাঁটা। কুড়ে কুড়ে খাবে। সফল হতে চাইলে প্রতিযোগিতা বন্ধ করুন।

প্রতিশোধ স্পৃহা 

সফলতা অর্জনের ক্ষেত্রে ব্যক্তিবিশেষ কখনো কখনো প্রতিশোধ নেওয়ার চেষ্টায় নিজেকে আত্মনিয়োগ করেন। প্রতিশোধস্পৃহায় আত্ম নিযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক সফল দীর্ঘ অসফলতার বন্ধু।

সফল ব্যক্তির অসফল কাহিনী পড়ুন

সবসময়ই কিছু প্রতিষ্ঠিত ব্যক্তির অসফলতার কাহিনী জানা দরকার। তারা কোন কোন ক্ষেত্রে অসফল হয়েছে। পরবর্তীতে তারা কেমন ধরনের সফলতা অর্জন করেছে, এই প্রেরণার উপর বিশ্বাস রাখুন।

কী সবচয়ে ভাল পারেন খোঁজ করুন

আপনার প্রতিযোগীকে না দেখে নিজের মধ্যে ভাল করতে পারা বিষয়টি খোঁজ করা দরকার। সেটার প্রতি গভীর মনোযোগ ও তাকে যন্ত করলে তাতে পারদর্শী হলে আপনার পাশে কেউ টিকতে পারবে না।

নিজের অপদার্থতা অন্যের উপর চাপানো 

ব্যক্তিবিশেষ কখনো কখনো নিজের অপদার্থতা অন্যের উপর চাপিয়ে নিজের অসফলতার বড়াই করে। এ প্রবৃত্তি ত্যাগ না করলে চিরদিন দাসত্ব করা যেতে হবে।

অসফলতা সফলতার স্তম্ভ

যতরকম দ্বন্দ্ব, প্রতিশোধ, না পাওয়ার মানসিক অবসাদ, হেরে যাওয়ার হীনমন্যতা, অস্বাস্থ্যকর প্রতিযোগিতার অবসান হক। Failure is the Pillar of Success এর পাঠ গ্ৰহণ করে সফল হই।

মূল নিবন্ধ